দর্শনা অফিস: বুদ্ধি প্রতিবন্ধী সাবেলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়ার নঈমুদ্দিনের মেয়ে সাবেলা ১০ বছর আগে মস্তিস্ক বিকৃত ঘটে। সেই থেকে সাবেলা পাগলী বলেই এলাকায় পরিচিত। গত পরশু সোমবার সকালে সাবেলা বাড়ি থেকে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অবশেষে গতকাল মঙ্গলবার সকালে সাবেলার লাশ মাথাভাঙ্গা নদীর কামারপাড়া ঘাটে ভেসে ওঠে। নদী থেকে লাশ উদ্ধার করে বিকেলে স্থানীয় গোরস্তানে তার দাফন সম্পন্ন করা হয়। সাবেলা কখন কিভাবে পানিতে ডুবে মরেছে তা কেউ বলতে না পারলে ধারণা করা হচ্ছে নির্জন সময় নদীতে গোসল করতে গিয়েই এ বিপত্তি ঘটে থাকতে পারে।