দর্শনা অফিস: দর্শনা পূর্বরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কিবরিয়া আযমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, শফিকুল আলম ও প্রধান শিক্ষক হারুন অর রশিদ। পরে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এমপি টগরসহ অতিথিবৃন্দ।