দর্শনা অফিস: শিক্ষার মানোন্নয়নে সরকার নানামুখি কর্মসূচি গ্রহণ করেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে এবার স্কুল-কলেজে স্থাপন করা হচ্ছে ডিজিটাল হাজিরা মেশিন। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৩ মাধ্যমিক বিদ্যালয় ও ১০ প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মদনা, বড়বলদিয়া ও কামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়, পারকৃষ্ণপুর, জিরাট, মদনা, সড়াবাড়িয়া, বড়বলদিয়া, ছোটবলদিয়া, বাড়াদি, নাস্তিপুর, ছয়ঘরিয়া, সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার চুয়াডাঙ্গার উপ-পরিচালক সৈয়দ ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, ইউপি সদস্য খায়রুল বাসার। পারকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আয়ুব আলী রাজু, আ. রহমান, শহিদুল ইসলাম, আ. গফুর, নারায়ণ হালদার, পারুল, রিজিয়া প্রমুখ। উপস্থাপনা করেন আতিকুল ইসলাম। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।