দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর শাহা পাড়ার মৃত শেখ সাইদুল ইসলামের ছেলে পুরাতন কাপড়ব্যবসায়ী তমিজ উদ্দিন (৬০) গলায় ভাত আটকে মারা গেছেন (ইন্নালিল্লাহি……..রাজেউন)। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ভাত খাওয়ার সময় গলায় ভাত আটক তিনি মারা যান। নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল মঙ্গলবার দুপুর দুটার দিকে গোসল শেষে ভাত খেতে বসেন। এ সময় তার গলায় ভাত আটকে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা তার জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়। এলাকার পরিচিত মুখ পুরাতন কাপড়ব্যবসায়ী তমিজ উদ্দিনের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।