জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম অভিযান পরিচালনা করেছে। গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এক কেজি গাঁজাসহ চিহ্নিত মাদকব্যবসায়ী আব্দুল হান্নান ওরফে হানুরকে আটক করা হয়েছে।
থানা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ ও সহকারী পরিচালক আসলাম হোসেন সকালে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বেনীপুর গ্রামের ঘোষপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে আব্দুল হান্নান ওরফে হানুর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় এক কেজি গাঁজাসহ তাকে আটক করে। মাদকব্যবসায়ী আব্দুল হান্নানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত গাঁজাসহ গতকালই তাকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।