কার্পাসডাঙ্গা প্রতিনিধি: কার্পাসডাঙ্গার সুবলপুরে ঘরের সানশেড ভেঙে মাথায় পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শ্রমিকরা ঘরের সানশেড ভাঙার সময় সেটি গৃহবধূর মাথায় পড়লে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ পিংকি খাতুন (২০) সুবলপুর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবুলপুর গ্রামের গোরস্তানপাড়ার শাহাবুদ্দিনের পাকাঘর ভাঙছিলো শ্রমিকরা। এ সময় ঘর থেকে পিংকি খাতুন বের হওয়ার সময় সানশেডটি ভেঙে পিংকির মাথায় পড়ে। হাসপাতালে নেয়ার সময় পিংকি মারা যান। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চ-িপুর কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।