স্টাফ রিপোর্টার: ব্যাটারি চালিত অটোরিকশা তথা ইজিবাইক চালক হযরত আলীকে বাটামপেটা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহর থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে আলুকদিয়ার দিকে রওনা হলে দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে তাকে থামিয়ে মারপিট করা হয় বলে অভিযোগ তুলে হযরত আলী বলেছেন, চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মনির ছেলে আলম তাকে মারপিট করে। হযরত আলী (৩১) একই মহল্লার আলী বাবুর্চির ছেলে। তিনি বলেছেন, বাটাম দিয়ে মারপিটে আহত হলে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরি।