আব্দুল মজিদ জিললু সভাপতি ও মাসুদুর রহমান মাসুদ সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি চুয়াডাঙ্গা সদর উপজেলা কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এবারই সদর উপজেলা কার্যকরী কমিটির কলেবর বাড়িয়ে ১৭ সদস্য বিশিষ্ট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে জেলা শাখার কার্যকরী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মাতিক্রমে নবগঠিত চুয়াডাঙ্গা সদর উপজেলা কার্যকরী কমিটির অনুমোদন দেয়া হয়। নবগঠিত সদর উপজেলা কার্যকরী কমিটিতে আব্দুল মজিদ জিললুকে সভাপতি ও মাসুদুর রহমান মাসুদকে সাধারণ স¤পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে অন্য সদস্যদের মধ্যে আছেন সহসভাপতি সাদেকুজ্জামান রন্জু ও রফিকুল ইসলাম, সহসাধারণ স¤পাদক তৌফিকুল ইসলাম তপু, সাংগঠনিক স¤পাদক শাহাজাহান, কোষাধ্যক্ষ জাফরুল হাসান ফারুক, দফতর স¤পাদক হাফিজুল হক লাভলু, প্রচার স¤পাদক নজরুল ইসলাম, ধর্মীয় স¤পাদক শহিদুল ইসলাম, সদস্য মনসুর আলী, ড. আব্দুল বারী, আব্দুল আওয়াল লিডু, মনিরুল ইসলাম, শাহেদ সালাম, ডা. হাবিবুর রহমান ও আশাবুল হক আশা।