স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের গতকালের ম্যাচে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি ৫ উইকেটে দামুড়হুদার দলিয়ারপুর স্পোটির্ং ক্লাবকে পরাজিত করেছে। চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে দলিয়ারপুর স্পোর্টিং ক্লাব ১৩ ওভার ২ বলে ৫৯ রানে অলআউট হয়। জবাবে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি ১০ ওভার ৫ বলে অর্থাৎ ৮৫ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সাদ্দাম হোসেন রকি ১৩ রানে ৪ উইকেট দখল করে প্রতিপক্ষকে কম রানে বেঁধে ফেলে। নিজেদের প্রথম প্রথম ম্যাচে জয়লাভ করায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, সহসভাপতি টিটন মালিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুন জোয়ার্দ্দারসহ পরিচালনা পর্ষদ সদস্যগণ সকল খেলোয়াড় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
দিনের অপর খেলায় ইএন স্পোর্টিং ৬০ রানে হারায় ইমা স্পোর্টিং ক্লাবকে। গতকালের খেলাটি পরিচালনা করেন জেহাদ-ই-জুলফিকার টুটুল, আব্দুল মালেক ও সুমন।
আজ বুধবার একই মাঠে প্রথম খেলায় মিতালী সংঘ মুখোমুখি হবে সিরাজুল ইসলাম স্মৃতি সংঘ এবং দিনের দ্বিতীয় খেলায় আমিন স্মৃতি সংঘ খেলবে সিএসও’র বিরুদ্ধে।