জামজামি প্রতিনিধি: ঝিনাইদহ হরিণাকুণ্ডুর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২দিনব্যাপী সাংস্কৃতিক, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত সোমবার বেলা ৯টায় বিদ্যালয় চত্বরে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৯টায় বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন হরিণাকুণ্ডুর তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মুনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন সৃজনী বাংলাদেশ ঝিনাইদহ জেলা প্রশাসনিক কর্মকর্তা অ্যাড. মোজাম্মেল হক, তাহেরহুদা ইউপির প্যানেল চেয়ারম্যান সাব্বির হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল আহমেদ। শিক্ষক আলমগীর হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন ওয়াহেদুল হক, মেহেরুন নেছা, হাবিবুর রহমান, আব্দুস সালাম, রকিবুল ইসলাম, মাহফুজ আলম, মোছা শামছুন্নাহার, এমদাদুল হক, শাহনাজ পারভীন, জামাল উদ্দিন, রজব আলী ও সুজন আহমেদ প্রমুখ।