দর্শনা অফিস: গত ৭ দিনের ব্যবধানে দর্শনায় ৩টি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনাটি ঘটে গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে। মাত্র ৫ মিনিটে চোরচক্র একটি বিকাশ দোকানের ক্যাশবাক্স ভেঙে লাখ টাকা নিয়ে পালিয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে দর্শনা রেলবাজারের প্রাণকেন্দ্র বটতলার জনপ্রিয় ইলেকট্রনিক্সের বিকাশ ব্যবসায়ী আতিয়ার রহমান পার্শ্ববর্তী পূর্বাশা পরিবহন কাউন্টারে যান। ৫ মিনিটের মধ্যেই কাউন্টার থেকে ফেরেন আতিয়ার রহমান। এ সুযোগে চোরচক্রের সদস্যরা আতিয়ারের দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করে পালিয়ে যায়। আতিয়ার রহমান বলেছেন, চোরেরা ক্যাশ বাক্স থেকে ১ লাখ টাকা চুরি করে পালিয়েছে। এদিকে গত ১ সপ্তাহের ব্যবধানে দর্শনা রেল ইয়ার্ডের রায়হানের অফিস থেকে নগদ ৫০ হাজার টাকা ও দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের মাসুম মাস্টারের বাড়ি থেকে মালামাল চুরির ঘটনা ঘটেছে। তিনটি দুঃসাহসিক চুরির ঘটনায় চোরচক্রকে চিহ্নিত করে গ্রেফতারের দাবী তুলেছে এলাকাবাসী।