দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ জয়রামপুরের মাদককারবারি কিয়ামকে গ্রেফতার করা হয়েছে। কিয়ামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ায়। পুলিশ জানান, শান্তিপাড়া থেকে গ্রেফতার করা হয় দামুড়হুদার হাউলী ইউনিয়নের জয়রামপুর গাতিরপাড়ার নজরুল ইসলামের ছেলে কিয়াম উদ্দিনকে। গ্রেফতারকৃত কিয়ামের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত কিয়ামের বিরুদ্ধে গতকালই দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।