স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার গোয়ালবাড়ি গ্রামের হাসিনা বেগম বিষপানে আত্মহত্যা করেছে। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের গেয়ালবাড়ি গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী। গতকাল রোববার দুপুরে বাড়িতে রাখা ঘাসমারা বিষপান করে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। এসময় পরিবারের অন্যান্য সদস্যরা বলেন, গতকাল রোববার দুপুরে হাসিনা বেগম ও তার স্বামী আব্দুল ওহাবের সাথে সংসারে খুটিনাটি বিষয় নিয়ে রাগারাগী হয়। এরই এক পর্যায়ে বাড়িতে রাখা ঘাসমারা বিষপান করেন হাসিনা বেগম। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। পরিবারের লোকজন বলেন, মাস ছয়েক আগেও হাসিনা বেগম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে সে যাত্রায় তিনি বেঁচে যান। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখেন। আজ ময়নাতদন্ত হতে পারে।