আলমডাঙ্গা ব্যুরো: ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি জাহাঙ্গীর আলম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানা পুলিশ।
জানাগেছে, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ইশেলমারি-পুটিমারী গ্রামের সবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম। গতকাল রোববার রাতে আলমডাঙ্গা থানার এসআই একরাম শহরের পশুহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে সে ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি। আজ সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হতে পারে।