আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় আলমডাঙ্গা শহরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে শহরের আলিফ উদ্দীন মোড়ে গতকাল ২৫ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত ওই মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মামুনুর রহমান, শিক্ষক এমদাদ হোসেন, শাহজাহান আলী, আশরাফুল হক, ইসরাইল হোসেন, রুমন আল মামুনসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের নিকট ছাত্রী উত্ত্যক্তের বিচারের দাবিতে স্মারকলিপি পেশ করা হয়।
এদিকে থানায় লিখিত অভিযোগসূত্রে জানাগেছে, প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউটের গার্মেন্টস ডিজাউন টেকনোলজির ৪র্থ পর্বের ছাত্রী আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের রুমানা খাতুন রানুকে কলেজ যাতায়াতের সময় একই গ্রামের মন্ডলপাড়ার রবিউল ইসলামের ছেলে শামীম হোসেন ও মনির উদ্দিন মনির ছেলে লাল্টু পূর্ব শত্রুতাবশত উত্ত্যক্ত করে আসছিলো। এরই এক পর্যায়ে গত ১৪ মার্চ উত্ত্যক্তের শিকার ছাত্রীর ছোট ভাই কিশোর জান আলী উত্ত্যক্তকারীর চাচাতো ভাই আরেক কিশোর মামুনকে মারধর করে। ওই দিন সন্ধ্যায় উত্ত্যক্তের শিকার ছাত্রীর বাড়ি গিয়ে উত্ত্যক্তকারী লাল্টু ও শামীম এবার জান আলীকে মারধর করে। এ ঘটনায় উত্ত্যক্তের শিকার ছাত্রীর মা জুলিয়া খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ খান বলেন, ঘটনাটি সাথে সাথেই এজাহারভুক্ত করে নেয়া হয়। আসামিরা পলাতক অবস্থায় আদালতে আত্মসমর্পণ করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় জামিনে মুক্ত হয়েছে তারা। এখানে প্রশাসনের কোনো গাফিলতি নেই।