জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হরিপুর মাঠে শক্রতা করে লাউক্ষেত কেটে তছনছ করা হয়েছে। দিন দুপুরে কেটে দেয়া হয়েছে এ লাউ ক্ষেত। এ ঘটনায় শনিবার থানাতে একটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ বিশ্বাসের ছেলে কামারুল হকের হরিপুর উত্তর মাঠে ১২ কাঠার এটি লাউক্ষেত রয়েছে। শুক্রবার দুপুরে শক্রতাবশত কে বা কারা ওই লাউ ক্ষেতের মাচা কেটে দিয়েছে এবং ক্ষেতের আইলের পাশের গাছগুলো কেটে তছনছ করেছে। শনিবার তিনি ক্ষেতে গিয়ে এ অবস্থা দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। কামারুল ইসলাম জানান, তিনি ফলন্ত এ লাউক্ষেত হতে লাউ বিক্রি করছিলেন। এ অবস্থায় শক্রতাবশত তার প্রতিপক্ষরা এ কাজ করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। লাউক্ষেতটি কেটে তছনছ করায় তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়ে বলে তিনি অভিযোগ করেন।