স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা করেছে চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগ। গতকাল শনিবার সন্ধ্যায় ফাতেমাপ্লাজার অফিসে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত গৃহীত হয় আজ ২৫ মার্চ রাত ৮টায় শহীদ হাসান চত্বরে স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধাঞ্জলি। কাল ২৬ মার্চ সকাল ৭টায় কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৭টায় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। সকাল ৮টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, জেলা কৃষকলীগের সহ-সভাপতি তহিদুর রহমান চন্দন, আক্তার হোসেন, সদর থানা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুুদু, আব্দুল কুদ্দুস, আলো, ফজের আলী, ছারোয়ার, মসলেম উদ্দিন, মতিয়ার রহমান, রানা, রাব্বি, দয়াল, রাকু, কল্লোল, মঈন জনি প্রমুখ।