আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার চরযাদবপুরের রাজুকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গার মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বন্ধু স্বাধীন পালিয়ে গেছে বলে জানা যায়।
পুলিশ জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলার চরযাদবপুরের তৈয়ব আলীর ছেলে রাজু ও তার বন্ধু একই গ্রামের সেলিম হোসেনের ছেলে স্বাধীন এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী। শুক্রবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদে জানতে পারে আলমডাঙ্গা মহিলা কলেজের সামনে ইয়াবা বিক্রি করছে রাজু। এমন খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম আলীর নেতৃত্বে এএসআই রাশেদ ও এএসআই হাফিজুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় রাজুকে আটক করা হয়। উদ্ধার করা হয় ২শ’ পিস ইয়াবা। পালিয়ে যায় সাথে থাকা রাজুর বন্ধু স্বাধীন।