বেগমপুর প্রতিনিধি: বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের আ.মান্নানের পুকুরে শত্রুতামূলক কে বা কারা বিষ দিয়ে তিন কেজি ডিমের রেনু পোনা মেরে ফেলেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের মহর আলী ম-লের ছেলে আ.মান্নান বাড়ির সামনের একটি পুকুরে ডিম ফুটিয়ে মাছের রেণু পোনার চাষ করে থাকেন। বৃহস্পতিবার রাতে কে বা কারা ওই পুকুরে বিষাক্ত ট্যাবলেট দেয়। সকালে মান্নান পুকুরে গিয়ে দেখে ২৭ দিনের জাপানি মাছের রেণু পোনাগুলো মরে ভেসে আছে। তিনি জানান, তিন কেজি জাপানি মাছের ডিম ছেড়ে রেণু পোনা ফুটিয়েছিলাম। পোনাগুলো মরে যাওয়ায় আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে গ্রামের কয়েকজন জানিয়েছে কাউকে ফাঁসানোর জন্য তৃতীয় কোনো পক্ষ সুযোগ কাজে লাগিয়ে থাকতে পারে।