আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার খাদিমপুর গ্রামের মাদকব্যবসায়ী মন্টুসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতপরশু বৃহস্পতিবার রাতে খাদিমপুর কয়রাডাঙ্গা মাঠে তাড়ি বিক্রিকালে এক তাড়িখোরসহ মাদকব্যবসায়ী মন্টুকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, উপজেলার খাদিমপুর গ্রামের আকবার মণ্ডলের ছেলে মন্টু আলী (৪০) দীর্ঘদিন ধরে নিজে তাড়ি তৈরি ও বিক্রি করেন। গতপরশু রাতে খাদিমপুর কয়রাডাঙ্গা মাঠে তিনি তাড়ি বিক্রি করছিলেন। একই গ্রামের আরজান আলীর ছেলে এরশাদ তাড়ি খেতে যায় মন্টুর কাছে। এসময় পাঁচকমলাপুর ক্যাম্পের আইসি এসআই বিএম আফজাল অভিযান চালিয়ে মন্টু ও এরশাদকে কয়েক লিটার তাড়িসহ আটক করেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।