মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল মায়ের দোয়া শান্তি আশ্রমে দু’দিনব্যাপি লালন স্মরণোৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেন ও এসএ টিভি’র মেহেরপুর সংবাদদাতা ফজলুল হক মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মায়ের দোয়া শান্তি আশ্রম কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্বাশত চক্রবর্তী নিপ্পন। এ সময় মায়ের দোয়া শান্তি আশ্রম কমিটির সভাপতি গীতা রাণী ও প্রতিষ্ঠাতা অনীল গোসাইসহ শত শত লালন ভক্ত সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খোরশেদ আলম, বৃষ্টি, মহসিন প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।