স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের হাসপাতাল সড়কের বায়তুল আমান জামে মসজিদের ইমামের ঘরের তালা ভেঙে নগদ ১৩ হাজার ৫শ টাকা চুরি হয়েছে। মসজিদের উন্নয়নসহ বিভিন্নœ খাতের এ টাকা চুরি হওয়ায় মসুল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। গতপরশু রাতে কোনো এক সময় সুযোগ বুঝে তালা ভেঙে চুরি হয়েছে বলে মসজিদের ইমাম হাফেজ আব্দুল মজিদ মন্তব্য করলে এলাকার নৈশ প্রহরী বলেছেন, রাতে সজাগ থেকেই তো পাহারা দিয়েছি। কখন চোর চুরি করেছে তা বুঝলে তো চোরই ধরে ফেলতে পারতাম।
জানা গেছে, হাসপাতাল সড়কের বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ আব্দুল মজিদ। মসজিদের পাশেই ইমামের থাকা ঘর রয়েছে। তিনি অবশ্য বেলগাছিতে রাতে থাকেন। দিনে থাকেন ওই ঘরে। গতকাল ভোরে ফজরের নামাজ আদায়ের পর কয়েকজনের পানিপড়া দেয়ার জন্য মসজিদ সংলগ্ন ঘরের দিকে গিয়ে দেখেন দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন ৪টি স্থানে রাখা ৪ খাতের মোট ১৩ হাজার ৫শ টাকা চুরি হয়ে গেছে। বিষয়টি জানাজানির পর কেউ কেউ প্রশ্ন তুলে বলেন, যে হুজুর পানি পড়া দেন, সেই হুজুর নিজের ঘর সামলাতে পারেননি? সরাসরি এ প্রশ্নটি অবশ্য ইমামের নিকট করা হয়নি। তবে তিনি বলেছেন, বিভিন্ন খাতের টাকা আলাদা করে রাখা হয়েছিলো। এ টাকা যে চুরি হতে পারে তা ভাবতেই পারিনি।