আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিলেক্স সিরাপ ও ইয়াবা সেবনকারী ৪ জনকে আটক করেছে। গতপরশু রাতে পৌর এলাকায় থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা কালিদাসপুর গ্রামের নাজমুল হোসেনের ছেলে অনিক (১৬) দীর্ঘদিন ধরে ফেন্সিলেক্স সিরাপ সেবন করে। তার সাথে পৌর এলাকার বাবুপাড়ার আসলাম আলীর ছেলে সোহাগ ও মৃত তারাচান আলীর ছেলে লিখনও নিয়মিত সেবন করে। গতপরশু রাতে অনিক ফেন্সিলেক্স কিনে নিয়ে যাওয়ার সময় তার বাবার হাতে ধরা পড়লে বলে বাবুপাড়ার সোহাগ ও লিখনের জন্য কিনে নিয়ে যাচ্ছি। অনিকের বাবা থানায় সংবাদ দিলে এএসআই নাজমুল ঘটনাস্থলে গিয়ে সব কিছু জেনে সোহাগ ও লিখনকে নিয়ে আসলে সব সত্য বেরিয়ে আসে। পরে জানা যায় অনিক নিজেও ফেন্সিলেক্স খায়। রাতেই তাদেরকে থানায় নিয়ে আসে। এছাড়াও আলমডাঙ্গা থানার এএসআই হামিদুল অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে বাবুপাড়ার আ.রহিমের ছেলে আলীমকে আটক করে নিয়ে আসে। গতকালই তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করেছে।