স্টাফ রিপোর্টার: ইচ্ছা ছিলো ভেড়া পালনের। পরীক্ষামূলকভাবে ভেড়া কেনার উদ্দেশে রওনা দিয়ে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন আলমডাঙ্গা গোয়ালবাড়ির দোকানি আব্দুল আজিজ। তিনি গোয়ালবাড়ি পুরাতন মসজিদপাড়ার মৃত মস্তোবারী ম-লের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অজ্ঞান অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় শয্যাপাশে থাকা তার স্ত্রী হালিমা খাতুন বলেন, আব্দুল আজিজ গ্রামের একজন দোকানদার। তার অনেক দিনের ইচ্ছা ভেড়া পালনের। গতকাল বৃহস্পতিবার জমানো ৫ হাজার টাকা নিয়ে জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাটে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। চুয়াডাঙ্গা একাডেমি মোড় থেকে শাপলা পরিবহনের একটি গাড়িতে ওঠেন শিয়ালমারী যাওয়ার জন্য। পথিমধ্যে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে তার কাছ থেকে সব টাকা হাতিয়ে নেয়। পরিবহন দর্শনা বাসস্ট্যান্ডে পৌঁছুলে বাসের লোকজন তাকে ডেকে সাড়া না পেয়ে অচেতন অবস্থায় দর্শনা শাপলা কাউন্টারে নামিয়ে দেন। আব্দুল আজিজের কাছে থাকা মোবাইলফোন থেকে তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।