দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কাদিপুর গাংপাড়ার তরিকুল হত্যা ঘটনার এক সপ্তাহের মাথায় মামলার এজাহার নামীয় আসামি শাহাবুদ্দিন (২৭) আদালতে আত্মসমর্পণ করেছে। গতকাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। সে একই গ্রামের সাইফুজ্জামান বাদশার ছেলে।
উল্লেখ্য, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর গাংপাড়ার খলিলুর রহমানের ছেলে এক সন্তানের জনক তরিকুলকে গত ১৪ মার্চ বুধবার রাত পৌঁনে ১১টার দিকে মুনছুর আলীর চায়ের দোকানে ক্রিকেট খেলা দেখে বাড়ি ফেরার সময় তাকে কে-বা কারা ডেকে নিয়ে যায়। সেই রাতে আর বাড়ি ফেরেনি তরিকুল। পরদিন সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির অদূরবর্তী মরাগাংয়ের মধ্যে কচুরিপানা চাপা দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহত তরিকুলের পিতা খলিলুর রহমান ওইদিন বিকেলে একই গ্রামের নিজাম উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩২), সাইফুজ্জামান বাদশার ছেলে শাহাবুদ্দিন (২৭), জামসেদ দফাদারের ছেলে শাকিল (২৪) এবং লিয়াকত আলীর ছেলে ইমরান হোসেন (২৫)। এ ৪ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ১নং আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলু বিচার সালিস থেকে শুরু করে গ্রামের সকল কাজেই নাক গলাতো। সে এলাকায় বৃদ্ধিজীবী নামে পরিচিত। ঘটনার পরপরই ৪ জনই গাঢাকা দেয়। দেলুকে আটক করতে পারলেই হত্যার রহস্য বেরিয়ে আসবে বলেও ধারণা তাদের।