স্টাফ রিপোর্টার: স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গায় সদর হাসপাতাল ও সাউথইস্ট ব্যাংকে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা করে। সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শামীম কবিরের নেতৃত্বে হাসপাতাল চত্বরে এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে হাসপাতাল চত্বরে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার রবজেল হক, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শামীম কবির প্রমুখ। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত নার্সিং ইন্সট্রাক্টর আলোমতি বেগমসহ আরও অনেকে।
অপরদিকে চুয়াডাঙ্গা সাউথ ইস্ট ব্যাংকের আয়োজনে ৫দিনব্যাপী এক সেবা সপ্তাহের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সেবা সপ্তাহের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি চেম্বার অব কমার্সের সভাপতি হাজি ইয়াকুব হোসেন মালিক। আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের প্রধান শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট কে এম লুৎফর রহমান, চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক, চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সাধারণ সম্পাদক আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খোকন, চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজি সাহাবুদ্দীন মল্লিক, সাধারণ সম্পাদক হাজি মাসুদ উর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক হাজি মাহবুবুর রহমান জোয়ার্দ্দার রিংকু, চুয়াডাঙ্গা জেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন প্রমুখ। পরে এক আলোচনাসভায় নেতৃবৃন্দরা ব্যাংক কর্মকর্তাদের ২ টাকা ৫ টাকার নোটের সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত প্রতিকারের ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। ব্যাংক কর্মকর্তারা তাদেরকে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা শেষে বিদ্যালয় চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। সহকারী শিক্ষক লোকমান হোসেন ও বাবুল আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শঙ্ককরচন্দ্র ইউপি সদস্য শওকত মাহামুদ, এসএমসি’র সদস্য তাহাজদ্দিন, সাইফুদ্দিন।
অপরদিকে ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনাসভায় বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারজানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি হাজি হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিন বিশ্বাস কোকন, আব্দুল কাদের, ইনামুল হক, উম্মে ছালমা, জামাল উদ্দিন, সেলিম উদ্দিন।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজের উদ্যেগে গত বুধবার সকাল ১১টার দিকে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য হাজি জয়নাল আবেদীন, হাজি মাহাবুবুর রহমান অধ্যক্ষ গোলাম কিবরিয়া, প্রভাষক আরিফুল ইসলাম, খাইরুল ইসলাম প্রমুখ।
এছাড়া ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যেগে সকাল ১১টায় শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ শেখ, প্রবীণ শিক্ষক জুড়োন আলী শেখ, প্রধান শিক্ষক আবু সালেহ, সহকারী শিক্ষক সাইফুল আওয়ালসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ। সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় অংশ নেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক গোলজার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবার আলী, পরিচালনা কমিটির সদস্য আশিকুর রহমান, জিল্লুর রহমান, আব্দুল মান্নান প্রমুখ।
এছাড়াও মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবর রহমান, প্রধান শিক্ষক নাজমুল ইসলাম প্রমুখ।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এক আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিলো র্যালি ও আলোচনাসভা। র্যালিটি হিজলগাড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আজম মিন্টু, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন, হিজলগাড়ি বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দীন, শিক্ষক শফিকুল ইসলাম, সাজেদুর রহমান, আজিজুল হক, ওয়াজেদ আলী, আবুল হোসেন, শাহীন আহম্মেদ, বকতিয়ার হোসেন, মতিয়ার রহমান, শাহাবুদ্দিন, শাহানাজ পরভীন, শেফালী বেগম, মাসুদ রানা, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দফতর ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পৃথকভাবে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস হতে বাংলাদেশ উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আনন্দর্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, এমএস জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমর ফারুক। সমাজসেবা অফিসার আবু তালেবের উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, আনোয়ারুল ইসলাম সাগর, আনিসুজ্জামান, আতিয়ার রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, পরিদর্শক দেলোয়ার হোসেন, সহকারী কিসমত আলী, মিজানুর রহমান, হাফেজ মো. হযরত আলী, হাফেজ মো. ওমর ফারুক, আক্তারুজ্জামান, মাওলানা মো. আবুল বাশার প্রমুখ। অনুরূপভাবে আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য বিশেষ সপ্তাহ উপলক্ষ্যে অ্যাডভোকেসিসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা। উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. মুঞ্জুরুল ইসলাম বেলুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প.প. কর্মকর্তা আব্দুস সাত্তার, মেডিকেল অফিসার ডা. তাপস কুমার ঘোষ, টিএফপিএ হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, বশিরুল ইসলাম, এফপিআই স্বপন আলী, বায়েজিদ হাসান, আইনাল হক প্রমুখ।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় ও নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা দিকে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান। এ সময়ে উপস্থিত ছিলেন নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, যুগ্মসম্পাদক আরিফ হোসেন প্রমুখ।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হামিদুল ইসলামের নেতৃত্বে কার্পাসডাঙ্গা বাজারে র্যালি বের করা হয়। পরে কলেজের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. হামিদুল ইসলাম। এদিকে উপজেলার চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমানের নেতৃত্বে বেলা ১১টায় র্যালি বের হয়।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশ নি¤œআয়ের দেশে থেকে নি¤œ-মধ্যম আয়ের দেশে উত্তোরণের গৌরব অর্জন করায় দামুড়হুদায় আনন্দর্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জিন্নাত আলীর নেতৃত্বে আনন্দর্যালি বের হয়। র্যালিটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের উদ্যোগে অনুষ্ঠিত র্যালিতে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক রবিউল ইসলাম, ফায়জুর রহমান, ক্রীড়া শিক্ষক বশরি আহমেদসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্বে দেন উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. এইচএম আনোয়ারুল ইসলাম। ডাক্তার, সেবিকা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মাচারী শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
‘অনুরূপ’ উপজেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্বল্পোন্নত দেশের স্টাটাস হতে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে। মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০টায় শোভাযাত্রা উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। দুপুরে উপজেলা হলরুমে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের চিত্রাঅঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, আন্দুলবাড়িয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় ও হারদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা ফেস্টুন, ব্যানার ও প্লের্কাড নিয়ে আনন্দ র্যালি বের করে। র্যালিটি আন্দুলবাড়িয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্ব স্ব বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। বিদ্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার নেতৃত্বে শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, মৎস্য অফিসার সঞ্জয় কুমার, বিদ্যুতের আবাসিক প্রকৌশলী মনোয়ার জাহিদ, আওয়ামী লীগ নেতা ফারজেল হোসেন ম-ল, শহিদুজ্জামান সেলিম, মীর কাশেম আলী, কাজী আলম ও প্রেসক্লাব সভাপতি শেখ নজরুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। নবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন। পরিচালনা করেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর দিলারা রহমান।
ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ডাকবাংলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু দাউদ। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী শাহীন রেজা সাঈদ, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, একরামুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদ মেম্বর, নওয়াব আলী মেম্বর প্রমুখ। অপর দিকে, উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদরাসায় আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।