স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে প্রকাশ্যে দিবালোকে হারুণ-অর-রশিদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত জিসানকে পুলিশে ধরিয়ে দেয় স্থানীয়রা।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মাঝেরপাড়া লিন্টু মিয়ার ছেলে জিসান তার সহপাঠীদের নিয়ে মৃত মসলেম উদ্দিনের ছেলে হারুন অর রশিদের বাড়ির সামনে প্রতিনিয়ত নেশা করতো। নেশা করার প্রতিবাদ করে হারুন-অর-রশিদ। আর এতেই গত মঙ্গলবার রাতে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গতকাল বুধবার সন্ধ্যায় সরোজগঞ্জ শিকাদার ছাত্রাবাসের সামনে হারুন অর রশিদকে একা পেয়ে প্রকাশ্যে দিবালোকে জিসান ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একই সাথে জিসানকে ধরে পুলিশে সোপার্দ করে এলাকাবাসী।