মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য মরহুম ছহিউদ্দিন বিশ্বাসের ২৮তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল বুধবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, অ্যাড. শাহজাহান আলী, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, দফতর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহজামান, আওয়ামী লীগ নেতা অ্যাড. কাজী শহীদুল হক প্রমুখ। পরে মরহুম ছহি উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে এদিন সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।