বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বেগমপুর ক্যাম্প পুলিশ ও সদর থানার মহিলা পুলিশ আকন্দবাড়িয়ার বিভিন্ন মহলায় মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ আ. হামিদ ও ফেরদৌসি নামের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রবিউল আসলামের নেতৃত্বে সদর থানার একদল মহিলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের বিভিন্ন মহল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে গ্রামের ম-লপাড়ার লালু মিয়ার ছেলে আ.হামিদকে ৮ বোতল ফেনসিডিল এবং আবাসনের দুখু মিয়ার স্ত্রী ফেরদৌসি বেগমকে ২০ পুরিয়া গাঁজাসহ নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হামিদ ও ফেরদৌসির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।