আলমডাঙ্গায় নাগদাহ ও আইলহাস ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৮
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাস ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৮ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসার রাজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আবু আনছার। উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেবের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান দারুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আবুল হোসেন, মকলেছুর রহমান জোয়ার্দ্দার, আলমগীর হোসেন ও জাহাঙ্গীর আলম। আইলহাস ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মিনাজ উদ্দিন, অ্যাড. আব্দুল মালেক, আব্দুল ওহাব মাস্টার, রকিবুল ইসলাম নান্নাসহ দুটি ইউনিয়নের সকল সংরক্ষিত আসনের মহিলা ও পুরুষ প্রার্থীগণ।