জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের নতুন ভাতাভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সরকারি ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ইউপি কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন জামজামি ইউনিয়ন আ.লীগের সভাপতি দিদার আলী মালিতা।
বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসের উচ্চমান সহকারী মনিরুদ্দিন, জামজামি ইউনিয়ন সমাজ কর্মী শহিদুল ইসলাম, নাজমুল হাসান, হাফিজুর রহমান, জামজামি ইউপি সচিব কল্পনা রানী সাহা, ইউপি সদস্য নাসিরুদ্দিন, শুকুর আলী, আনিচুজ্জামান, রবজেল হোসেন, আসমান আলী, খয়বার আলী, বাদশা ম-ল, মাহমুদুল হক রাজন, আফরোজা খাতুন, নয়ন তারা প্রমুখ। এ অনুষ্ঠানে জামজামি ইউনিয়নের নতুন নিবন্ধনকৃত বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী সর্বমোট ১২৪ জনকে সরকারি ভাতা কার্ড প্রদান করা হয়।