চুয়াডাঙ্গায় ছয় মাস মেয়াদী কম্পিউটার মেরামত ও সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ঢাকা মহিলা বিষয়ক অধিদফতরের অর্থায়নে বায়োস্কোপ লিমিটেড কর্তৃক বাস্তবায়িত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, মহিলা বিষয়ক অধিদফতর চুয়াডাঙ্গার প্রোগ্রাম অফিসার উম্মে সালমা আক্তার। রিসো প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে চুয়াডাঙ্গা জেলার ৩০ জন নারীকে কম্পিউটার মেরামত ও সার্ভিসিংয়ের ওপর ৬ মাসব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে সহায়ক হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন ইজি কম্পিউটারের সত্বাধিকারী মাকসুদুল হাসান মারুফ।-বিজ্ঞপ্তি