স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় মাঝেরপাড়ার সুমনকে ইয়াবা সেবনের অভিযোগে আটক করেছে পুলিশ। গতরাত সাড়ে ১২টার দিকে শহরের ফেরিঘাট রোড এলাকা থেকে তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় মাঝেরপাড়ার দাউদ হোসেনের ছেলে সুমন। সে গতরাত সাড়ে ১২টার দিকে ফেরিঘাট রোড এলাকায় ইয়াবা সেবন করছিলো। এসময় সদর ফাঁড়ির এসআই ওহিদুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে।