স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের নিরাময় ফার্মেসির মালিক নাসির হায়দার বটুকে চুয়াডাঙ্গায় যৌতুক মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রোববার দুপুরে চুয়াডাঙ্গার আমলি আদালতে দায়ের করা একটি যৌতুক মামলায় তাকে এ আদেশ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গার মাস্টারপাড়ার রওশন আলী বিশ্বাসের মেয়ে ফারহানা আফরোজ বুলুর সাথে ২০০১ সালে বিয়ে হয় নাসির হায়দার বটুর। অতি সম্প্রতি বটু ফারহানা আফরোজ বুলুকে তার পিতার বাড়ি চুয়াডাঙ্গা শহরের মাস্টারপাড়ায় পাঠিয়ে দিয়ে খালিশপুরে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী রিমাকে নিয়ে ঘর-সংসার শুরু করে বটু। এদিকে, চুয়াডাঙ্গায় বুলুর পক্ষে তার ভাই শওকত আলী চুয়াডাঙ্গা আমলি আদালতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় মামলা দায়ের করেন। ওই মামলায় জামিন নামঞ্জুর করে বটুকে চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে। শওকত আলীর পক্ষে মামলা পরিচালনায় ছিলেন চুয়াডাঙ্গার সিনিয়র আইনজীবী অ্যাড. শাহজাহান আলী।