সড়কের যানজোটে পদে পদে বাধার মুখে ফায়ার স্টেশনের গাড়িও
স্টাফ রিপোর্টার: অসতর্কতায় সামান্য সিগারেটের আগুনে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেলেও সড়কের যানজোট চোখে আঙুল দিয়ে দেখিয়েছে শহরবাসী কতোটা ঝুঁকির মধ্যে রয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের অদূরবর্তী মর্গের পাশে ময়লা রাখা ৩টি ঘরের মধ্যে দুটিতে আগুন লাগে। এ আগুন নেভানোর জন্য দ্রুত ছুটতে গিয়ে ফায়ার স্টেশনের দুটি লালগাড়ি সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে অটো আর আলমসাধুর যানজোট পদে পদে বাধার সৃষ্টি করে।
চুয়াডাঙ্গা জেলা শহরে প্রয়োজনের তুলনায় বেড়েছে ব্যাটারিচালিত অটোর সংখ্যা। চালকদের অধিকাংশই আনাড়ি। যেখানে সেখানে অটো থামিয়ে যাত্রী ওঠানো নামানোর পাশাপাশি যত্রতত্র রাখার কারণে যানজোটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের দৃশ্য ভয়াবহ। রোগী নিয়ে দ্রুত হাসপাতালে পৌছুনোর পথে যেমন বাধা, তেমনই জরুরি প্রয়োজনে ফায়ার স্টেশনের গাড়িও পড়ছে বাধারমুখে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ময়লা ফেলার তিনটি ঘরে আগুন লাগলে ফায়ার স্টেশনের সদস্যরা লালগাড়ি নিয়ে ছুটতে গেলেও বাধারমুখে পড়ে। অপরদিকে হাসপাতালে আগুন ধরেছে শুনে রোগী সাধারণের মধ্যে আতঙ্কও ছড়ায়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সকাল পৌনে ১১টার দিকে ময়লা রাখার ঘরের সামনে ধোয়া দেখা দেয়। সময় গড়ানোর সাথে সাথে আগুনের লেলিহান শিখা ভয়ানক হয়ে ওঠে। খবর দেয়া হয় ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুটি লালগাড়ি নিয়ে সাইরেন বাজিয়ে হাসপাতালের পথে ছুটতে থাকে। শহরের শহীদ হাসান চত্বরে কিছুটা বাধারমুখে পড়লেও তা কাটিয়ে ওঠে অগ্নিনির্বাপকের গাড়ি দুটি হাসপাতাল সড়কে গিয়ে ধীর চালাতে বাধ্য হয়। হাসপাতালের ভেতরে ঢুকেও বিশৃঙ্খলভাবে থাকা অটোর কারণে গন্তব্যে যেতে বাধার মুখে পড়ে। হাসপাতালের ভেতরে ঢুকে মন্থরগতিতে চলা গাড়ির সাইরেনে রোগী সাধারণের মধ্যে আতঙ্ক ছড়ায়। জরুরি বিভাগের সামনে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা পাইপ টেনে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের ধারনা, কোনো এক ব্যক্তি সিগারেটের আগুন না নিভিয়ে ফেলে দেয়ায় তা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। খরা মরসুমে যেখানে সিগারেট বিড়ির আগুন না নিভিয়ে ফেলাসহ আগুন ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা শহরের ফেরিঘাট সড়ক ও হাসপাতাল সড়কটির যানজোট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ারও তাগিদ দিয়েছে সচেতনমহল।