আগ্নিকাণ্ডে ঝলসে গেছেন ঘরে থাকা বৃদ্ধ

বাড়ির উঠনের জ্বলন্ত চুলায় জ্বালানীকাঠ শুকাতে দেয়ায় বিপত্তি
স্টাফ রিপোর্টার: আগুনে পুড়ে ৯৫ বছর বয়সী বৃদ্ধ আক্কাস আলী ম-লের শরীরের ৭০ শতাংশ ঝলসে গেছে। গতকাল রোববার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পল্লি খাসকররার হাকিমপুর পূর্বপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ বৃদ্ধ আক্কাস আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রাখা হয়েছে। তিনি অসহনীয় যন্ত্রণায় মৃত্যুর প্রহরগুণছেন।
বাড়ির উঠনের চুলায় সকালে রান্না করে তার ওপর কিছু জ্বালানি কাঠ শুকাতে দেয়ায় এ বিপত্তি বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেছেন, মৃত ইসারত আলী মণ্ডলের ছেলে বৃদ্ধ আক্কাস আলী একটি ঘরে শুয়ে ছিলেন। ওই ঘরের সামনে উঠনে থাকা চুলায় রান্নার পর কিছু কাচা জ্বালানী কাঠ শুকাতে দেয়া হয়। ওই কাঠে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে পাশের দুটি ঘরে। এই আগুনে ঝলসে যান বৃদ্ধ আক্কাস আলী। দুটি ঘর পুড়ে ভস্মীভূত হয়।
বৃদ্ধ আক্কাস আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. সোনিয়া আহমেদ বলেন, আগুনে বৃদ্ধ আক্কাস আলীর শরীরের ৭০ শতাংশ পুড়ে ঝলসে গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

Leave a comment