উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে একযুগ পর সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্যপদে নির্বাচন সম্পন্ন

জিল্লু-রানা’র স্বাধীনতা পরিষদ প্যানেল বিপুল ভোটে জয়ী
সরোজগঞ্জ প্রতিনিধি: সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে জিল্লু-রানা’র স্বাধীনতা পরিষদ প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। বিজয়ীরা হলেন রানা বিশ্বাস, আব্দুল মান্নান, জিল্লুর রহমান, রবিউল আলম ও সেলিনা খাতুন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ একযুগ পর গতকাল রোববার ৫টি অভিভাবক সদস্য পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্ষমতাসীন দলের দুটি প্যানেলের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্বাধীনতা পরিষদ প্যানেল (জিল্লু, রানা ) ও স্বাধীন বাংলা প্যানেলের (নিলুয়ার, মৌদুদ) মধ্যে নির্বাচনে স্বাধীনতা পরিষদ প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়। এ প্যানেলের রানা বিশ্বাস (মই) ৯৮৬, আব্দুল মান্নান (আনারস) ৯৬৮, জিল্লুর রহমান (চেয়ার) ৯৫৮ ও রবিউল আলম (মোরগ) ৮৬২ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন। এছাড়া একই প্যানেলের সংরক্ষিত মহিলা অভিভাবক পদে সেলিনা খাতুন (হরিণ) ৯৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া স্বাধীন বাংলা প্যানেলের পরাজিত প্রার্থী নিলুয়ার হোসেন (ফুটবল) ৫৬১, শরিফুল ইসলাম (মাছ) ৪২৯, কুতুবুল আলম (কলস) ৪২৮ ও মৌদুদ আহম্মেদ (আম) ৪০৯ ভোট পেয়েছেন। একই প্যানেলের সংরক্ষিত মহিলা অভিভাবক পদে লিপিকা ব্যানার্জী (ছাতা) পেয়েছেন ৪৭৯। এদিকে বিশ্বনাথ ঘোষ ও হারুন অর রশিদ অভিভাবক সদস্যদের ৫টি করে ভোট পেয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অন্য দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিক্ষক শফিকুল ইসলাম ও ওবাইদুল হক কোনো ভোট পাননি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে রোকেয়া খাতুন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা। সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদ। এছাড়া শন্তিপূর্ণ পরিবেবেশে ভোট গ্রহণের সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খাঁন ও ওসি (তদন্ত) আব্দুল খালেক, সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের আইসি এসআই শেখ মাহাবুবুর রহমানসহ জেলা পুলিশের ৪০ সদস্য ও ডিবি পুলিশের একটি দল। স্বাধীনতা প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, কুতুবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জামাত আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশিকুর রহমান, সরোজগঞ্জ হোয়াইট হাউসের পক্ষ থেকে নবনির্বাচিত অভিভাবক সদস্যদের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।