মেহেরপুর অফিস: বিএনপির সাবেক মহাসচিব অ্যাড. খন্দকার দেলোয়ার হোসেনের ৭তম মৃত্যুবার্ষিকী ও ঢাকা উত্তর ছাত্রদলের সহসভাপতি জাকির হোসেন মিলনের রুহের মাগফেরাত কামনা করে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা ছাত্রদলের আয়োজনে গতকাল শনিবার বিকেলে শহরের পৌর ঈদগাহপাড়ায় বিএনপির কার্যালয়ে আলোচনাসভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ছাত্রদল নেতা নাহিদ মাহবুব সানি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটন, যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, বিএনপি নেতা একরামুল হক একা, যুবদল নেতা হুজাইফা ডিক্লিয়ার প্রমুখ। যুবদল নেতা মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা ইসমাইল হোসেন, নাঈম, ছাত্রদল নেতা লিটন, মিন্টু, জয়নাল আবেদীন, আনোয়ার, গিয়াস, উজ্জ্বল, রোকন, নয়ন, ফিরোজ, বাঁধন, স্বাধীন প্রমুখ। আলোচনাসভা শেষে মহাসচিব অ্যাড. খন্দকার দেলোয়ার হোসেন ও ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন মিলনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।