মাথাভাঙ্গা অনলাইন : ভারতে দীর্ঘ ৩ বছর কারাভোগের পর ব্যাঙ্গালোর সেন্ট্রাল জেল থেকে দেশে ফিরেছে ২ বাংলাদেশি কিশোরী।পেট্টাপোল পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের মঙ্গলবার বিকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। সাজার মেয়াদ শেষ হলে ভারত সরকারের দেওয়া বিশেষ ব্যবস্থায় দেশে ফেরত আনা হয় তাদের।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, দেশে ফেরত আসা ২ কিশোরী ভারতের ব্যাঙ্গালোর এলাকায় বাসা বাড়িতে কাজ করার সময় অভিযান চালিয়ে সেখানকার পুলিশ তাদের আটক করে। সাজার মেয়াদ শেষে ভারতের ব্যাঙ্গালোরে একটি সরকারি শেল্টার হোমে আশ্রিত ছিল।ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ প্রতিনিধির এর মাধ্যমে এদের দেশে ফেরত আনা হয়। দেশে ফেরত আসা দুই কিশোরী হচ্ছে, খুলনা জেলার দিঘলিয়া থানার হবি শিকদারের কন্যা সাফি সর্দার (১৪), কক্সবাজার জেলার উখিয়া থানার নূরুল হকের কন্যা কাওছার বেগম (১২)।
দেশে ফেরত আসা ২ জনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। সেখানে আইনি প্রক্রিয়া শেষ করে মানবাধিকার সংস্থা রাইটস যশোর তাদের গ্রহণ করে নিজ নিজ বাড়ি খুলনা ও কক্সবাজার জেলায় ফেরত পাঠাচ্ছে।