ঝিনাইদহের কালীগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠান কমিটি গঠন

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠান কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকালে কালীগঞ্জ হাসপাতাল সড়কের প্রধান কার্যালয়ে এক সাধারণসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবীণ সদস্য হাজি জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রবীণ হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, জেলা কমিটির নির্বাহী সদস্য গোলাম ফারুক, মোহাম্মদ আলী প্রমুখ। সর্বসম্মতিক্রমে ৫০ জন সদস্যের উপস্থিতিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা কমিটি। কমিটিতে তিন বছর মেয়াদে আনছার আলী মাস্টার সভাপতি, সদর উদ্দীন সাধারণ সম্পাদক, সেকেন্দার আলী (বীর মুক্তিযোদ্ধা) সিনিয়র সহ-সভাপতি, আব্দুর রাজ্জাক সহ-সভাপতি, ইউনুছ আলী (বীর মুক্তিযোদ্ধা) সহ-সাধারণ সম্পাদক, জিল্লুর রহমান কোষাধাক্ষ্য, জয়নুল আবেদীন মাস্টার সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর হোসেন সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক, নির্বাহী সদস্য যথাক্রমে হারুন অর রশিদ, গোলাম মোস্তফা, আলীম উদ্দীন মাস্টার, আবুল ফজল, মমতাজ বেগম, আব্দুস শুকুর মাস্টার, ডা. জহুরুল হক নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।