আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে আসাদুল হক বিশ্বাস
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন এবং খাসকররা বাজারে কর্মীসভা করেন। কর্মীসভায় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন পুরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার। সন্ত্রাস জঙ্গীবাদ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে আজ বিশ্বব্যাপী প্রশংসা পাচ্ছে। দেশ আজ যে উন্নয়নের ধারায় আছে তা আগামীতে বজায় রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তিনি। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পল্লী বিদ্যুত সভাপতি গোলাপ হোসেন, খাসকররা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিলন হোসেন, খাসকররা ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আনিসুর রহমান, খাসকররা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, খাসকররা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার, জেলা ছাত্রলীগের সদস্য মাহাবুব হাসান রুবেল, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য মুকুল আলী, খোদা বক্স, খোকন, সজিবুর রহমান, সবুজ, সুইট, মাসুম, ইমু, রিজিক, গোলজার হোসেন, নুহু মিয়া, রিয়াদ, সিরাজ, ইশতিয়াক আহাম্মেদ, মজিবুল হক, ডা. আনোয়ার হোসেন, ডা. বুলবুল আহম্মেদ শিপন প্রমুখ।