স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার কেষ্টপুরে দু’আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আলমসাধুর দুই চালক আহত। আহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা কেষ্টপুর মাঝেরপাড়ার বেল্টুর ছেলে ওয়াসিম ও একই এলাকার আবাসনের বাসিন্দা মৃত সুবানের ছেলে উকিল। দুজনই আলমসাধু চালক। গতকাল শনিবার রাতে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার রাতে ওয়াসিম তার আলমসাধু চালিয়ে চুয়াডাঙ্গা জেলা সদরের বদরগঞ্জ হাট থেকে বাড়ি ফিরছিলেন এবং উকিল যাত্রী নামিয়ে ফিরছিলেন মুন্সিগঞ্জ থেকে। পথিমধ্যে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের কেষ্টপুর মোড় নামকস্থানে পৌঁছুলে দু’আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে তারা দুজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।