গাংনী প্রতিনিধি: সমাজের অসহায়, দরিদ্র মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িতে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে মেহেরপুর গাংনী ‘অসহায়-দরিদ্র মানব কল্যাণ সংস্থা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পথচলা শুরু হয়েছে। শুক্রবার রাতে গাংনী দারুচ্ছালাম কেন্দ্রীয় মসজিদে আলোচনা শেষে কমিটি ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন হয়। এতে সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবক হাজি মহসিন আলী ও হাজি এনামুল হক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
কমিটি সূত্রে জানা গেছে, সমাজের অনেক মানুষ রয়েছেন যারা অসহায় কিংবা দরিদ্র কিন্তু সহযোগিতা পাচ্ছেন না কিংবা চাইতে পারেন না। এমন মানুষগুলো চিহ্নিত করে তাদের আর্থিক ও আয়বর্ধক উপকরণ সহায়তা দেয়া হবে। গাংনীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আগ্রহের প্রেক্ষিতে মাসিক একশ’ টাকা চাঁদা উত্তোলন পূর্বক সংস্থার তহবিল গঠন হচ্ছে। ব্যতিক্রমধর্মী এই সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপদেষ্টা কমিটি এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির সদস্যরা হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক হাজি আলফাজ উদ্দীন, হাজি হাফিজুল ইসলাম, হাজি আক্তারুজ্জামান অল্ডাম, ডা. পারভিয়াস হোসেন রাজা, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু।