জীবননগর ব্যুরো: গতকাল শুক্রবার জীবননগর সাহিত্য পরিষদে সাপ্তাহিক সাহিত্য আসর আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সাহিত্য পরিষদ কার্যালয়ে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।
সাহিত্য আড্ডায় কবিতা আবৃত্তি করেন আজিজ হোসেন, হারুন-অর-রশিদ, হাফিজুর রহমান, আব্দুল মান্নান, কেএম রুমা, খলিলুর রহমান, সুনু মোল্লা, শফিকুল ইসলাম ও জাকিয়া ইয়াসমিন। সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আজিজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় কবিতা পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাঈফ, ইসাহক আলী, মজিবর রহমান ও নজরুল ইসলাম।