জীবননগর ব্যুরো: জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের জীবননগর পশু হাসাপাতলের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তরুণ স্যালোমেশিনের মেকানিক বাইসাকেল আরোহী আসাদ হোসেনের (১৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে নির্মাণ কাজের জন্য রাখা বালুর স্তূপের কারণে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জানা যায়, উপজেলার বাঁকা গ্রামের দরিদ্র কৃষক আব্দুর রাজ্জাকের ছেলে আসাদ। সে স্যালোমেশিন মেরামতের কর্মদক্ষতা অর্জন করে। অতি সম্প্রতি সে জীবননগর বাজারে স্যালো ইঞ্জিন মেরামতের একটি দোকান দেয়। গতকাল শুক্রবার সকালে বাড়ি থেকে বাইসাইকেলযোগে সে দোকানের উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে পশু হাসপাতালের সামনে এসে পৌঁছুলে পেছন দিক থেকে একটি ট্রাক হর্ণ বাজিয়ে সাইড চায়। আসাদ এসময় রাস্তার বাম পাশে সরে গেলে দোকানঘর নির্মাণের জন্য স্তূপ করে রাখা বালুতে স্লিপ করে রাস্তার ওপর পড়ে যায়। এসময় দ্রুতগামী ট্রাকটি তাকে পিষ্ট করে। ট্রাকটি তার শরীরের মাজার ওপর দিয়ে চলে গেলে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার করে। যশোর নেয়ার পথে তার মৃত্যু ঘটে। এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় আসাদের অকাল মৃত্যু হওয়ায় তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।