অনলাইন ডেস্ক: কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি কার্যত রূপ নিয়েছে সেমিফাইনালে। কারণ যে দল জিতবে সেই দল সরাসরি ফাইনালে খেলবে। টুর্নামেন্টে তিন জয়ে সবার আগে ফাইনালে উঠে গেছে ভারত। একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাঁচা-মরার ম্যাচের আগে বাংলাদেশ দলে ফিরেছে সাকিব আল হাসান। ম্যাচে জিততে সেরা একাদশ সাজাবে বাংলাদেশ। আজকের সম্ভাব্য একাদশ-তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহামন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসাইন ও আবু দায়দার রনি।