মহেশপুর প্রেসক্লাবের সভাপতির মায়ের ৩য় মৃত্যুবার্ষিকী পালন

মহেশপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের মা গাজীরন নেছার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীরন নেছা নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর ইউপির প্যানেল চেয়ারম্যান নওশের আলী, ইউপি সদস্য নজরুল ইসলাম, আশাদুল ইসলাম, স্কুলের শিক্ষক মাহবুবুর রহমান, আবুল কালাম আজাদ, মেরাজ আলী প্রমুখ। পরিশেষে দোয়া পরিচালনা করেন ফতেপুর শিশুতলা জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রশিদ। পরিশেষে সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়। উল্লেখ্য, ২০১৫ সালের এ দিনে মহিয়সী নারী বিশিষ্ট শিক্ষানুরাগী গাজীরন নেছা মৃত্যুবরণ করেন।