জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত বুধবার বেলা ৯টার দিকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইমরুল হক ।
বিশেষ অতিথি ছিলেন জামজামি ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জামজামি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএ মান্নান, আ.লীগ নেতা রিপন শাহ, ডা. হামিদুল ইসলাম, প্রবীণ শিক্ষক মো. মশিউর রহমান, ঘোষবিলা পশুহাট মালিক শহিদুল ইসলাম কটা ও জামজামি পিএমডি ক্লাবের পরিচালক মো. তৈয়ব গুরু। সিনিয়র শিক্ষক শামীম হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সাবেক শিক্ষক মহাম্মদ আলী, খন্দকার আবেদ হাসান মমিন, শাহনাজ পারভীন, মল্লিকা খাতুন, হোসনে আরা, মাওলানা লূৎফর রহমান প্রমুখ।