মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময়সভায় মহাপরিচালক জামাল উদ্দিন
মেহেরপুর অফিস: মাদক এখন দেশের জন্য বিরাট একটি সমস্যা। তাই মাদক নিয়ন্ত্রণ করতে জনসচেনতা গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন? তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। গণমাধ্যমের ভূমিকার কারণে যেমন এসিড সন্ত্রাস বন্ধ হয়েছে তেমনি মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। গতকাল বুধবার রাতে মেহেরপুর প্রেসক্লাবের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ (অতিরিক্ত সচিব)। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে তিনি আরও বলেন, মেহেরপুর জেলাকে প্রথম মাদকমুক্ত জেলা ঘোষণা করতে চাই। সারাদেশে মাদকব্যবসায়ী এবং মাদকসেবীর তালিকা তৈরি করা হচ্ছে। ইয়াবা ব্যবসায়ীদের মৃত্যুদ-সহ মাদক নিয়ন্ত্রণের জন্য কঠোর আইনের কাজ চলছে। প্রয়োজনীয় জনবল নিয়োগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে শক্তিশালী করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক আবুল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও মুক্ত আলোচনা অংশ গ্রহণ করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, সাংবাদিক ওয়াজেদুল হক, গোলাম মোস্তফা, মহাসিন আলী, ফজলুল হক মন্টু, ফারুক হোসেন, মেহের আমজাদ, ফারুক মল্লিক, আবু আক্তার করণ, রাশেদুজ্জামান রাশেদ, হামিদুর রহমান কাজল, আসিফ ইকবাল, উম্মে ফাতেমা রোজিনা প্রমুখ। এর আগে অতিথিবৃন্দ মেহেরপুর প্রেসক্লাবে পৌঁছুলে সাংবাদিকরা ফুল দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।