দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা দশমীপাড়ার বহু অপকর্মের হোতা চাঁদাবাজি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হাবি ওরফে মুতুড়ে হাবিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ তাকে দামুড়হুদা বাজারের ডায়ম- টেলিকমের সামনে থেকে আটক করে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সে চাঁদাবাজি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তার নামে দামুড়হুদা বাজারের বিভিন্ন ফাস্টফুড, হোটেল ও চায়ের দোকানে জোরপূর্বক বাকি খেয়ে টাকা না দেয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া সে একজন চিহিৃত মাদকসেবনকারী। তার বিরুদ্ধে সাংবাদিক না হয়ে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্নস্থানে চাঁদাবাজি করারও অভিযোগ আছে।